ক্যাস্টার অয়েল এর উপকারিতা

ক্যাস্টার অয়েল চুল পড়া রোধে অত্যন্ত উপকারী, একথা মোটামুটি আমরা সবাই জানি। সেই দাদী- নানীদের আমল থেকে নিয়ে আজও চুল পড়া বা চুল দ্রুত বড় করার মহৌষধ হল ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল।

জেনে নিন রোজমেরি তেলের ১০টি গুণাগুণ।

১. ত্বকে একজিমা হলে এই তেল ব্যবহারে উপকার পাওয়া যায়৷২. চুলকে সুস্থ করে, চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমাতে পারে ৩ গুণ পর্যন্ত।