Organic

ত্বকের পিগমেন্টেশন কমাতে

Organic Haven Care 448325801 122110917938335308 6940581941504057298 n ত্বকের পিগমেন্টেশন কমাতে

আমরা অনেকেই অসম রঙের ত্বক এর সমস্যায় ভুগে থাকি, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় “পিগমেন্টেশন”। এতে ত্বকের কোন জায়গায় রঙ হালকা আবার কোন জায়গায় অপেক্ষাকৃত কম হালকা হয়ে থাকে, অনেকের জন্য এই সমস্যা প্রায় বিব্রতকর পর্যায়ে চলে যায়, বিশেষত যদি মুখে এই সমস্যা উল্লেখযোগ্য মাত্রায় বেশি থাকে। ক্যাস্টর অয়েল এ রয়েছে ফ্যাটি এসিড, বিশেষত অমেগা-৩ ফ্যাটি এসিড, যা ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি ত্বক এর উপকারী টিস্যু গুলোর বিকাশ অক্ষুন্ন রাখে,যাতে করে আপনি পাবেন দাগহীন, উজ্জ্বল ত্বক। সেজন্যই আজকাল চর্মরোগ বিশেষজ্ঞরাও ত্বকের পিগমেন্টেশন কমাতে ক্যাস্টর অয়েল এর ব্যবহার এর উপর বেশি করে গুরুত্ব দিচ্ছেন।

Leave a Reply